গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সেই সৃষ্টির আদিকালে
৭৬
সেই সৃষ্টির আদিকালে।
জগতপতি কৃষ্ণ ডাকে রাধায় মা মা বলে ॥
রাইসাগরে ভাসলেন শ্যামরায় শ্রীরাধা দিলেন তারে ঠাঁই।
তাইতে শ্রীকৃষ্ণ জীবন পায় ভূমন্ডলে ॥
কে বলে ভাই রাধাকৃষ্ণ দুই একথা আর বুঝায়ে কারে কই
একেতে অনন্তর জন্ম তাই বিচারে মেলে ॥
রাধাকৃষ্ণতত্ত্ব বিষম হয় ভাগ্যগুণে কেউ জানিতে পায়
দুদ্দু ভেড়ো ঘুরে বেড়ায় হরি পাবে বলে ॥

তথ্য