গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শান্তিপুরের উড়োনী ধুতি
১৬১
শান্তিপুরের উড়োনী ধুতি ।
গায়ে দিয়ে চলো দাওয়াত খাতি ।
শ্বাশুড়ি হবে খুশি যাবে ভাই বারানসী ।
কিংবা যেও কাশী যাতে যার হয় গতি ॥
রাঁধবে খাবে ভালো যেমন যাতে ধরেছিলো।
গোলে হরি কেনো ম'লো না করে তাহার রতি॥
শ্রীমতী যা বলে শোনো তাহার কথা মেনো।
তাড়াতাড়ি জল আনো দুদ্দুর এবার হয় অখ্যাতি ॥

তথ্য