গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:শ্যামের রূপে নয়ন দিয়ে কেঁদো
৭৩
শ্যামের রূপে নয়ন দিয়ে কেঁদো নাকো প্রাণসখি।
সে কুলমজানো নাটের গুরু বাঁকা শ্যাম কি মেলে আঁখি॥
মজাবে কুলের বালা বনে বনে করে খেলা।
দেখিলে তাহার লীলা উড়ে যায়রে প্রাণপাখি ॥
তাহার রূপে নয়ন দিয়ে কতজনে কুল হারায়ে।
গেল যে নারকী হয়ে কিছুই যে রইলো না বাকি ॥
দীন দুদ্দু কেঁদে বলে রেখো আমায় চরণতলে।
ফেলো না অধম বলে আমি তো ভবের পাতকী ॥


তথ্য