গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শ্রীরূপের পদে যাঁর নিষ্ঠা হলো
৩৩৩
শ্রীরূপের পদে যাঁর নিষ্ঠা হলো ।
মানুষের করণ সেই সেধে গেলো ॥
কিবারে মহিমা তাঁহার শ্রীরূপচাঁদ অনুগত যাঁর ।
সবই তাঁর রূপের মাঝার অমূল্য সাধ সে পাইল ॥
জেনে সেই সেবাবিধি শ্রীরূপের চরণ সাধি ।
শ্রীরূপে পেলো সিদ্ধি শাস্ত্র দেবতা দুষে গেলো ॥
শ্রীরূপের করণ ভারি হয় চেতন ধরে যে জানিতে পায়।
দুদ্দু কয় সেই তো পায় আমার দিন ফুরাইল ॥

তথ্য