গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:শ্রীগুরু গোসাই যে রূপ দেখায়
৭১
শ্রীগুরু গোসাঁই যে রূপ দেখায়।
রসরাজ মহাভাবুক দুইরূপে একরূপ হয় ॥
সহস্রদলেতে স্থিতি দ্বিদলে রূপের জ্যোতি ।
সে রূপের নাহি প্রাকৃত অপ্রাকৃত প্রাকৃত রূপ কে পায় ॥
গুরুকৃপায় নয়ন উদয় হলে শতদল হৃদকমলে।
তার নয়ন ঘুচে নয়ন হবে দিব্যচক্ষু হবে উদয় ॥
কৃষ্ণাত্মা নিরঞ্জন বর্তমানে রূপ দরশন।
তার স্বর্ণকুঞ্জ রূপভুবনে নিয়ে রূপের দাসী হয় ॥
শ্রীরূপের করুণা না হলে সেই রূপ কার কোথায় মেলে ।
দরবেশ লালন শাই বলে দুদ্দু সদাই হাতড়ে বেড়ায় ॥


তথ্য