গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শ্রীরূ্প আশ্রিত ধারা জিন্দামরা সহজে
২৮৯
শ্রীরূ্প আশ্রিত যাঁরা জিন্দামরা সহজে সহজ ধরে।
ছেড়ে জীবের ব্যবহার লঙ্ঘে বেদের আচার তাঁরা থাকে শ্রীরূপ নিষ্ঠাভরে ॥
করে সাড়ে চব্বিশ চন্দ্রসাধন অঙ্গে ধারণ করে বাণে পঞ্চগুণ ।
শব্দ গন্ধ স্পর্শ রূপ রস করিয়ে বশ ত্রিভুবন আকর্ষণ করে ॥
তারুণ্যে কারুণ্যাধার ধরে তদুপরি লাবণ্যেতে স্নান যে করে।
শুদ্ধ করিয়ে ভাগ সে যায় অখণ্ড নিত্যধামের উপরে ॥
সেই ধামে নাই দিবারাতি রূপের জ্যোতি ঘন সৌদামিনী স্ফুরে।
বসে রূপ রূপাসনে সেই চরণে দাসী হয়ে সেবা করে ॥
হয়ে সেই কর্মক্ষুপ্ন ধর্মশূন্য তাপত্রয় জারণ করে ।
দুদ্দু করে বিনয় সকরুণায় দরবেশ লালন যদি দয়া করে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৫।