গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শ্রীরূপ আশ্রিত নয় যেজনে
১৯৯
শ্রীরূপ আশ্রিত নয় যেজনে।
তার সঙ্গে আলাপ কেউ করো না সে গোল বাঁধায় মূলসাধনে ॥
মতে গুরু বেমতে নস্যাৎ হয় সাধুশান্ত্রে দেখোরে নির্ণয় ।
সর্বধর্ম বিনাশ হয় বেজাতীয় পরশনে
দেখো অসৎসঙ্গ ত্যাজ্য করে শ্রূরূপগুরু আশ্রয় ধরে ।
পূর্বস্বভাব যায় গো দূরে ভববন্ধনে ॥
শ্রীরূপে রূপের বিহার নীলহেমপন্মে যোগ তার ।
অযোনি সহজ সংস্কার মানুষ উদয় শ্রীরূপের সনে ॥
শ্রীরূপসাধন না হলে পরে লক্ষ যোনি ফেরে ঘোরে ।
দুদ্দু তাই কয় বিনয় করে লালন শাঁই রেখো চরণে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৫৫।