গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শক্তি ধরে সিদ্ধ করো জীবনসাধন
২৮৮
শক্তি ধরে সিদ্ধ করো জীবনসাধন।
জানবি এই মানবদেহ কি বস্তধন ॥
করো না বাক্যে হেলা অযথা যাবে বেলা।
না খেয়ে শোনা কথা সেধে নাও এখন ॥
পাবে সব বর্তমানে প্রাপ্তি যাহা এ জীবনে ।
বিফলে সব মরণে ভেবে দেখোরে মন ॥
দেহকে সত্য জেনো শীইজীর আইন শোনো ।
দুদু বলে তার করণ লালন শাহ্র বচন ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৪।