শমনে ভয় কিরে তার শ্রীরূপ গুরু যাঁর সহায় ।৩৩১
মরাকে বাঁচায়ে সেই জীবন দেয় ॥
জীবন যৌবন যথায় উৎপত্তি শ্রীরূপের যে তথার বসতি।
ইহপরকালের দাত্রী জানা যে যায়
দেহমনের যতো ব্যাধি শ্রীরূপে সারে যদি।
তবে কেন তাঁরে বাদী করিরে সদাই ॥
খোদার বড়ো নবীর ছোটো লালন শাঁই কয় দুদ্দু ঢোঁড়ো ।
মিছে হাজী হয়ে মরো কেনরে হায়