গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শাঠি সে গোবিন্দচাঁদের পরকীয়া
৯৮
শাঠি সে গোবিন্দচাঁদের পরকীয়া কয়।
কোন চাঁদ সাধিতে গোরা শাঠির কাছে যায় ॥
শুনেছি সে অনাদির আদি তার উপর নাই কোনও নিধি
তবে কি করিতে করঙ্গাদি কাঁধে ঝুলি নেয় ॥
ধরে শাঠির রাঙাচরণ সেধে নেয় সহজসাধন।
তাইতে সহজ নিরূপণ বৈষ্ণবেরা পায় ॥
ত্রিব্জগত যাঁহাতে কাঙ্গাল তারই তরে গোরা বেহাল ।
তবে নারীত্যাগের ভেজাল কেন গোরা দেয় ॥
বুঝিতে কিছুই না পারি কোথায় তার ধাঁধা ভারি।
দরবেশ লালন শাঁই কয় ফুঁকারি দুদ্দু ধ্যায়ায়॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৮৮।