গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শাঠির কাছে গেলে গোরা বিষ্ণুপ্রিয়ার কি দোষ হোল
৯৯
শাঠির কাছে গেলে গোরা বিষ্ণুপ্রিয়ার কি দোষ হোল ।
বিষ্ণুধনী ও মামণি কেঁদে কেঁদে মারা গেলো ॥
ত্যজে নারী এই গৃহদ্ধার মন্ত্র নিলে যে সে সেবার।
কেন তবে সার্বভৌমের ঘর তোমার ধুলায় উজ্জ্বল করিল ॥
বিষ্ণুপ্রিয়ার কি দোষেতে ছেড়ে তারে গেলে পথে ।
এই কি তোমার ধর্মমত হে এমন বিচার কে দেখিল ॥
কি সুধা সেই শাঠির দ্বারে বিষ্ণুপ্রিয়ায় তা কি নাইরে ।
দীন দুদ্দু বলে বিনয় করে কলঙ্কে জগত ঘিরিল ॥

তথ্য