গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শুদ্ধ সহজ প্রেমের প্রেমিক হয় যেজন
৩৩৪
শুদ্ধ সহজ প্রেমের প্রেমিক হয় যেজন।
টলাটল ছাড়িয়েরে মন সেই যে রসিক হয় নিরূপণ ॥
আত্মখগ্ডন হলে ভবে জীব ত্রিতাপে দাহন হবে।
অটলে ঈশ্বরগতি পাবে মুক্তিধামে করে গমন
দশেন্দ্রিয় শিষ্য করে পঞ্চশিষ্যের দ্বারে ।
প্রেম আস্বাদন করে সমুদ্ধে অবগাহন করে না পরশন ॥
হৃদয়ে সাধনা করে আপন মাধুরী হেরে ।
থাকে রূপ নিরখি সজল আখি চাতক জলদগতি যেমন
রূপকে ধরে অমনি মরে নিত্যধামে গমন করে।
লালন শাঁই কয় দুদ্দুরে গরলপানে হলো দুদ্দুর মরণ ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩৩৪।