গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শুদ্ধভক্তি হইতে হয় শুদ্ধপ্রেম উপার্জন
৩৩৬
শুদ্ধভক্তি হইতে হয় শুদ্ধপ্রেম উপার্জন ।
যে প্রেমেতে বাধা আছে সহজ মানুষরতন ॥
অন্য বাঞ্ছা অন্য পূজন জ্ঞান কর্ম উপশাখাগণ।
ভক্তিকণ্টক হইলে ছেদন হয় শুদ্ধপ্রেমের উদ্দীপন ॥
টলাটল ছাড়িয়ে সাধন রসিকের হয় নিরূপণ ।
হেতুশূন্য মানুষের করণ অধরে অধর মিলন ॥
ভেকফণীতে করে যাজন ভেকের বাটে ফণীর বদন।
প্রেমশৃঙ্গারে মতি দুজন শুদ্ধপ্রেমে হয় মগন
শুনতে লাগে বিষম ত্রাস ভেকফণীতে করে বিলাস।
লালন শাঁই কয় রসিক নির্যাস গরল খেয়ে দুদ্দুর মরণ ॥

তথ্য