গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সিঁদ দরজায় পাহারা যেজন দেয়
৩৩৮
সিঁদ দরজায় পাহারা যেজন দেয়।
সে কি অকালে মরে মের বাতায়॥
নয় দরজা নয় দেহেতে সিঁদ দরজা দক্ষিণেতে ৷
পারে কি বন্ত পালাইতে সচেতন যে হয়॥
সিঁদ দরজার মহিমা অপার পলকেতে সিদ্ধি হকে তার ।
গুরুবস্ত নিষ্ঠা হলো ধার এই দুনিয়ায়॥
দিনরজনী সালের ঘরে পাহারা দাও মন নির্বিকারে।
দুদ্দু বলে যায় না চোরে গেলে নাই উপায়॥

তথ্য