গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শিক্ষা যার প্রেম উপাসনা
১৯৮
শিক্ষা যার প্রেম উপাসনা ।
সে হেতুসাধন মানে না ॥
শিক্ষায় হয় সেবার বিধান প্রকৃতির স্বভাব চক্ষুদান
পাইয়া দিব্যজ্ঞান পূর্বস্বভাব থাকে না।
যোগ্যপাত্র হয়ে করে সখির চরণ ভাবনা ॥
সখির সঙ্গিনী হয়ে প্রেমসেবা লয় চেয়ে
কামবীজ আকর্ষিয়ে অমলিন রস পায় সে না।
কামগন্ধহীন সেই যে প্রেম হেতুশূন্য সাধনা
বিশাখা সখি ধিনি রাধিকার গুরু তিনি
দেবকন্যার সাথে করে নিহেতুপ্রেম সাধনা ॥
উর্ধ অধঃ মধ্য পদ্ম কোন পদ্ম কখন বিকাশিত
কোন পদ্মে কোন মানুষবদ্ধ দুদ্দু জানতে পারে না।
অমাবস্যার প্রতিপদে দ্বিতীয়ায় রয় কোনজনা ॥

তথ্য