গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সফিনাতে কি জানা যায়
২৭
সফিনাতে কি জানা যায়।
যে রূপেতে আল্লাহ নবী মেরাজেতে যুগল হয়॥
আল্লাহ আরশে বারী আশেক হলো তাঁরি ।
নবীর কথা স্মরণ করি আকুল হইল হৃদয়॥
বোরাকে আরোহণ করে নবীকে নিলেন হুজুরে।
রহম নজর করে ফকিরীরূপ দেখালেন তায়॥
নিলো আকারে সাকার ধরে বসে সিংহাসনের উপরে।
গলে গলে মিলে পরে জাহেরায় ভেদ কয়॥
পেয়ে নবী খোদার দিদার রাখলো সে ভেদ সিনার মাঝার।
সফিনায় করে না প্রচার দুদ্দু কয় লালন শাঁইর কৃপায়॥


তথ্য