গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সখির অনুগত হলে হয় ভজন
২৯১
সখির অনুগত হলে হয় ভজন ।
সাধকের আশ্রয় দেখো প্রমাণ সখির চরণ ॥
নিজ ইন্দ্রিয়সুখ গেলেরে তবে সখিভাবের ভাব হবে।
উদ্দীপনসঙ্গিনী লয়ে করে সপত্বী ভজন ॥
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ভাবে করে গিয়ে সাধন ভবে ।
যে লিঙ্গেতে সাধন হবে করো সেই লিঙ্গ নিরূপণ ॥
ষড়দলে রসের পতি শতদলে করে স্থিতি ৷
রসিক পাত্রাত্তর করিয়ে রস রসিক তায় আবর্তন ॥
দাস্য সখ্য বাৎসল্য মধুর রসেতে হয় মস্লা প্রচুর ।
লালন শাঁই কয় দুদ্দু ভেড়োর হয় না অন্বেষণ॥

তথ্য