গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সকলই আপন মনের গুণে
২৯০
সকলই আপন মনের গুণে ।
এ জগতে যে যা বেচে কেনে ॥
কারও ভাগ্যে পিতলদানা কেহ ভাই পেলো সোনা ।
কতো ঝলসে কানা পথ চেনে না অহঙ্কার মনে ॥
রামদাস মুচির ছেলে কবির জোলা যাঁরে বলে ।
মনের গুণে অমূল্য সাধন সবাই তো জানে
অহঙ্কারী নাই চেনে পথ বেতমিজ শয়তান অসৎ।
দুদ্দুর বচন কড়া হয় এখন সেই চরণে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৫।