সকলই পাত্রের গুণে হয়।১০০
তাম্রপাত্রে রাখলে দধি যেমন বিষ কয় ॥
চারি জাত নারীর মাঝে রসিক ষড়লক্ষণ খোঁজে ।
যাহাতে অমৃত বোঝে ধরে তার পায় ॥
পদ্মিনী লীলাসম্ভৃতা শাঠিতে পেয়ে সুধা ।
সাড়ে চারি যুগের ক্ষুধা মিটে যায় জ্যোতির প্রভায় ॥
অবতার মানুষ গোরা বিশেষ রসে পাগলপারা ।
দুদ্দু কয় আমার ঘোরাফেরা শুধু তাঁরই আশায় ॥