গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শরিক করো নারে মন করি বারণ
১৯৭
শরিক করো নারে মন করি বারণ ।
শরিকে বড়ো জ্বালা বারে বারে হবে জনম
নিজবীর্ষে পুত্রকন্যা জন্ম দিয়ে শেষে কান্না ।
কন্যাপুত্রের দিয়ে ধর্ণা বেড়াবেরে মন ॥
তাহারেই পুনর্জন্ম বলে লালন শাঁইজী ফুকারিলে।
শরিকের উল্টোকলে পড়ো নারে ভাই কখন ॥
দেখো না এই জগতে সবাই শরিকের যাতনায় কষ্ট পাই ।
দীনহীন দুদ্দু বলে তাই শরিকেই মৃত্যুর কারণ ॥

তথ্য