সত্য বলে জেনে নাও এই মানুষলীলা ৷১৬৩
ছেড়ে দাও নেংটি পরে হরি হরি বলা ॥
মানুষের লীলা সব ঠাই এ জগতে তুলনা নাই।
প্রমাণ আছে সর্বদাই যে করে সে খেলা ॥
শাস্ত্র তীর্থ ধর্মাদি সকলের মূল মানুষনিধি।
তার উপরে নাইরে বিধি ভজনপুজন জপমালা ॥
মানুষভজনের উপায় দ্বীনের অধীন দুদ্দু কয়।
দিয়ে দরবেশ লালন শীইর দায় সাঙ্গ করিয়ে পালা ॥