গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সত্ত্ব রজঃ তমঃ এই তিনগুণ কয়
২০০
সত্ত্ব রজঃ তমঃ এই তিনগুণ কয়।
তিনগুণের উপরে মানুষ শক্তিতে উপজয় ॥
ছেড়ে আত্মবকাম ঢোঁড়ো সেই মোকাম ।
পূরবে মনক্ষাম কথা মিথ্যা নয় ॥
সহজ দেশবলে এই মানুষে মেলে ।
জন্ম মোকাম ঢুঁড়িলে ঘোর তার যায় ॥
লালন শাঁইজী দরবেশের বাণী দুদ্দু জানায় এখনি ।
তাই সত্য বলে মানি এই দুনিয়ায় ॥

তথ্য