গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: শয়তান তার খোদার দায় দিয়ে
১৬০
শয়তান তার খোদার দায় দিয়ে ।
পাপকর্ম করে ওরে মন ভেয়ে ॥
যা করার তাই আমি করি সদাই বলে তাই ফুঁকারি।
আহারে তো জুয়োচুরি যাস গেয়ে ॥
জানা যাবে অবশেষে কে মরে কাহার দোষে ।
যখন মরণ এসে যায় নিয়ে॥
আপ্তকর্ম আপনি করে খোদারে ফেললিরে ফেরে।
দুদ্দু বলে বিনয় করে থাকোরে সয়ে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা:২২৯ ।