গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: কি হবে সময় গেলে
১৭৮
কি হবে সময় গেলে।
অসময়ে কাঁদবে শেষে ভবনদীর কুলে ॥
রঙ্গরসে কাটালি জনম হলো না মনুষ্যের করণ ।
তাই তো তোমার দশা এমন পড়ে রইলে ॥
যা করো ত্বরায় করো মানুষ চিনিয়া ধরো ।
তবে তো পাইতে পারো যা হারাইলে ॥
সময়ের মূল্য জেনে নাও তবে তো অমূল্যনিধি পাও।
অধীন দুদ্দু বলে আমায় তরাও রেখে চরণেতলে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৪৪।