গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:শুনো গো বৃষভানু নন্দিনী
৭২
শুনো গো বৃষভানু নন্দিনী।
হয়ো না পাগলপারা ওলো ধনী ॥
এ সংসারে কুলের বেড়া কুল দিয়ে কুল আছে ঘেরা ।
কেহ নহে কুলছাড়া আমরা তাই শুনি ॥
কুল জলাঞ্জলি দিয়ে যাবে রাই পাতকী হয়ে।
আমরা তাই যাই বলিয়ে উচিত এ জানি ॥
চলো ফিরে ঘরেতে যাই পথে বসে কেঁদে কাজ নাই।
দীন দুদ্দু রচিছে তাই ব্রজের কাহিনি ॥


তথ্য