গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: তালেবুল মাওলা যেজনা হয়
২৪৯
তালেবুল মাওলা যেজনা হয়।
কেরাবন কাতেবিন তাঁর খবর নাহি পায় ॥
নাহি করে বেহেশতের আশায় দোজখ বলে না রাখে ভয় ।
দ্বীন দুনিয়া তরক তাঁর হয় খোদার তারে তার মিশায় ॥
খুদিকে করিয়ে ফানা বেখুদি আশেক দেওয়ানা ।
মাশুকরূপে তাঁর মিলনা খোদার রঙে রঙ ধরায় ॥
সোগল রাবেতা দোন বরজোখ নিরূপণ ।
মোরাকাবা তাঁর ধ্যান মোশাহেদায় মশগুল রয় ॥
খোদরূপ করিয়ে ফানা বেখুদি হয় আশেক দেওয়ানা ।
মাশুকরূপে তাঁর মিলনা খোদার রঙে রঙ ধরায় ॥
আশেকে মাশুক গম য্যস্ত কেরাবান কাতেবিন খবর ন্যস্ত ।
ফকির লালন কয় দলিল সাবেত দুদ্দু সে ভেদ নাহি পায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৮৪।