গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: থাকিতে প্রাকৃতরতি অমৃত সে কভু নয়
২৫০
থাকিতে প্রাকৃতরতি অমৃত সে কভু নয়।
জারণ হইলে রতি প্রেমামৃত হবে তায় ॥
পরকীয়া ভাবগ্রহণ আগেতে করোরে মন ।
অন্তঃবাহ্য দ্বিবিধ সাধন হবে যার দ্বারায় ॥
পূর্বস্বভাব ছাড়লে পর কৃষ্ণসেবায় রাধা হয় ॥
অন্তরঙ্গ পরকীয়াতে বানের তরঙ্গে মেতে।
পঞ্চগুণ উৎপত্তি তাতে সপ্তনদী লঙ্ঘায় ॥
রূপনগর দিয়ে নয়ন অটলরূপ হেরে সর্বক্ষণ ।
উজ্জ্বল রসেতে মগন প্রেমের বিকার নাই তথায় ॥
অগ্নিকৃণ্ড বিনারে মন দুগ্ধ কিসে হয় আবর্তন ।
প্রকৃতি দেহে নিরূপণ তেমন অগ্নিকুণ্ড রয় ॥
সেই অনলে বসিয়া সুজন প্রাকৃতরতি করে জারণ।
ভেকফণীতে উভয়ে তখন একাসনে যুতে লয়॥
টলাটল ছাড়িয়া সাধন কিরূপে হয় মানুষের করণ ।
রসিকের হয় তাই উদ্দীপন নিহেতুভাব তায় ॥
লালন শাঁই কয় পাপের করণ দুদ্দু ভেড়োর হয় না ভজন ।
পূর্বস্বভাব তাই উদ্দীপন সাধনপথে গোল বাধায় ॥

তথ্য