গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: থাকিতে স্বসুখ বাসনা শুদ্ধপ্রেম উদ্দীপনা
২৫১
থাকিতে স্বসুখ বাসনা শুদ্ধপ্রেম উদ্দীপনা তার হবে না।
আত্মসুখী ব্যভিচারী শুদ্ধপ্রেম তার ঘটে না
টলে জীব অটলে ঈশ্বর আত্মসুখ কামনা দোহার ।
শুদ্ধপ্রেমে নাই অধিকার হেতুসাধ্যে গণনা ॥
নায়ক নায়িকা দোহেতে সম্বন্ধ নাই ভগ্লিঙ্গেতে।
প্রেমশৃঙ্গারে উভয়ে মাতে আত্মস্থৃতি থাকে না ॥
প্রেমশৃঙ্গগারে নির্ণয় করে রসিকে প্রেমসাধন করে
মৃতদেহে জীবন সঞ্চারে অমৃতরস পায় সেজনা ॥
মহাভাবের হয় ভাবিনী প্রেমশৃঙ্গারে উভয় ধনী ।
লালন শাঁই কয় রসিক তিনি দুদ্দুর স্বভাব গেলো না ॥

তথ্য