গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: তোমার লীলা বুঝতে জনম যায়
৩১৪
তোমার লীলা বুঝতে জনম যায় ।
কি লীলায় জগত মজালে ওগো দয়াময় ॥
ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ আসি লীলা করলে নিরূপণ ।
আপন অংশ করলে খণ্ডন রূপের খাতায় ॥
আসলে নকল বানাও নকলে আসল বসাও।
যা ইচ্ছা তাই করে যাও সৃষ্টির বেলায় ॥
আপ্তলীলায় গুপ্তলীলা ত্রিজগতে করো খেলা
দুদ্ছ বলে এতো ছলা কিসের আশায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৩।