তোর মতো আর কলঙ্ষিনী দেখিনি ব্রজে।৫৬
আমরা শুনে মরে যাই লাজে ॥
স্বগৃহে থাকিতে স্বামী করিলি এমন বদনামি ।
কলঙ্কে এ ব্রজভূমি মনে হয়রে যাই ত্যাজে ॥
কে জানতো সেই কপালপোড়া সবের অধম কেলেছোঁড়া।
মজায়ে কুলছাড়া করিল মোদেরে যে ॥
ছি ছি ছি ছি কি কথা তোর চরণে ছোঁয়ায় মাথা ।
দুদ্দু বলে যথায় ব্যথা সেথায় কি লজ্জা সাজে ॥