গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: উদাসিনী হলাম কালার কালোরূপ হেরে
৩৬
উদাসিনী হলাম কালার কালোরূপ হেরে।
কি যেন কি হয়ে গেলাম কি যেন করিল মোরে ॥
অন্তরবাহির আমার এ রূপ হেরিয়া নিরন্তর ।
হল রয় না ঘরে আর একি হলো গো সইরে ॥
দিয়া ঐ চরণে মন কাঁদিয়া বেড়াই এখন ।
অহর্নিশি উচাটন তাঁর আঁখি ধারে ॥
যা বলে আমার মনে তা কেবলই মন জানে ।
দেখে শুনে দুদ্দু ভণে লালন শীই যাহা করে ॥

তথ্য