গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:ভজ মন মুরশিদের চরণ
৩৩
ভজ মন মুরশিদের চরণ ।
পলায় যাতে শমন ॥
রসুলের ফরমান জারি ওলি মোর্শেদ তারি।
অকুলের কুল পাবে নিরঞ্জন
সে মোর্শেদ গোপন থাকে উম্মত বলিয়া ডাকে।
তরাবে সেই বিপাকে ভব তারণ ॥
মানুষ মোর্শেদ যে হয় প্রত্যেকের ঘরে সে রয়।
দুদ্দু বিনয় করে কয় লালন শাঁইর চরণ ॥


তথ্য