শিরোনাম:ওরে সুজন নাইয়া
বিষয়: 
	অজয় ভট্টাচার্য-এর গান  
গান সংখ্যা: গান-১৩
শিল্পী: শচীন দেববর্মন
সুরকার: শচীন দেববর্মন
রেকর্ড প্রকাশ: ১৯৩৫
	
		
			ওরে সুজন 
			নাইয়া
―
			কোন্ বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙি বাইয়া ?
			সেথা তারার নয়ন-কোলে
			কার চাহনির মানিক জ্বলে,
			আবছা মেঘের পত্রখানি কে দিল পাঠাইয়া ?
			কোন্ সে কন্যার দীরঘ-নিশাস আইল বাউরী বায়ে,
			চোখের জলে তোমার নাম, কে লেখে আপন গায়ে ?
			নদীর জলে আরশিতে হায়
			কোন্ সে প্রিয়া দেখে তোমায়,
			সাঁঝের পিদিম ভাসায় জলে কে তোমারে চাইয়া ॥