শিরোনাম: বাঁধিনু মিছে ঘর ভুলের বালুচরে
বিষয়: 
	অজয় ভট্টাচার্য-এর গান  
গান সংখ্যা: গান-১৫
শিল্পী: কে. এল. সায়গল
সুরকার: পঙ্কজকুমার মল্লিক
চলচ্চিত্র:দেশের মাটি। ১৭ আগষ্ট ১৯৩৮
রেকর্ড প্রকাশ: ১৯৩৯
	
		
		
		বাঁধিনু মিছে 
			ঘর ভুলের বালুচরে
			উজানধারা আসি’ ভাঙিল চিরতরে ।
			যে তরু পেল প্রাণ আমার আঁখিজলে
			সে কিরে সাজিবে না মধুর ফুলে-ফলে
			হৃদয় দিব যারে সে বুঝি যাবে স’রে 
			হেরিতে হাসি যার বাঁশরি গাহে মম॥
			সে কেন দহে মোরে অনল জ্বালা সম ॥
			যা কিছু গড়ি সুখে
			সকলি ব্যথা বুঝি,
			আলেয়া হেরি শুধু
			আলোক যবে খুঁজি,
			আজিকে শেষ খেয়া
			একাকী বাহিব রে॥