শিরোনাম: ফোটে ফুল মনের মাঝে সে কেন যায় রে ঝরে
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১৯
শিল্পী: উমা বসু ( হাসি )
সুরকার: দিলীপকুমার রায়
রেকর্ড প্রকাশ: ১৯৩৮
 

ফোটে ফুল মনের মাঝে সে কেন যায় রে ঝরে
যদিরে উঠল শশী কেন আঁধার করে দিগম্বরে

নয়নে ছিল হাসি বহিল অশ্রুরাশি
দুজনে বাহির হ’য়ে ফিরিনু একা ঘরে

যেখানে রহে আশা-নিরাশা আসে সেথা
মিলনের মধু-মাসে বিরহ আনে ব্যথা

জমিলে প্রাণের মেলা
তখনই ভাঙে খেলা
হিয়াতে রাখি যারে, হারিয়ে যায় সে পরে