শিরোনাম: গোধূলির ছায়াপথে
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১৩
শিল্পী: শচীন দেববর্মন
সুরকার: শৈলেশ দত্তগুপ্ত
রেকর্ড প্রকাশ: ১৯৩৪
 
গোধূলির ছায়াপথে
যে গেল চিনি গো তারে,
প্রভাতের ফুল হাতে
সে যে এসেছিল দ্বারে।
ছিল তার মুখে ভাষা,
নয়নে কি যেন আশা,
নিল সে যাবার কালে
কোন্ ব্যথা আঁখিধারে

বলিনি কি তুমি মম,
কহিনি কি ওগো একা
আমি একা তোমা সম ?
এনেছিল তরীখানি
আমার লাগিয়া জানি,
কি যে ভুল হলো হায়
যাওয়া মোর হলো না রে॥