শিরোনাম: ছিল চাঁদ মেঘের পারে
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-২৩
শিল্পী: গীতশ্রী গীতা দাশ
সুরকার: হিমাংশু দত্ত
রেকর্ড প্রকাশ: ১৯৪০
 
ছিল চাঁদ মেঘের পারে,
বিরহীর ব্যথা লয়ে
বাঁশরীর সুর হয়ে
কে গো আজ ডাকিল তারে।

ধরণীর ধূলি থেকে
চামেলি সে কহে ডেকে
এসো, প্রিয় আমরি দ্বারে।

চাঁদ কহে সুদূরে আমি
মোর প্রেমের-জ্যোছনা সে
কেঁদে মরে তব পাশে
ওগো ফুল কেমনে নামি?
চামেলি কহিল তবে
আমি যাই দূর নভে,
ঝরিল সে পথের ধারে॥