শিরোনাম: একটি পয়সা দাও গো বাবু
বিষয়: 
	অজয় ভট্টাচার্য-এর গান  
গান সংখ্যা: গান-২৪
শিল্পী: অজ্ঞাত
সুরকার: অনুপম ঘটক
রেকর্ড প্রকাশ: ১৯৪০
	
		
			একটি পয়সা দাও গো বাবু
			একটি পয়সা দাও
―
			ময়লা জুতো সয় না পায়ে
			পালিশ করে নাও।
			কালো কালি বুরুশ ভালো
			ঠিক্ রে যাবে জুতোর আলো,
			এক পালিশে যায় বারোমাস
			একটু থেমে যাও।
			একটি পয়সা তোমার কাছে
			সে কিছু নয় কি দাম আছে,
			আমার সে তো রাজার মানিক,
			মুখের পানে চাও॥