যবে, কণ্টক-পথে হবে রক্তিম পদতল,
অন্তরে ফুটিবে যে সুন্দর শতদল।
দুঃখের লিপিরেখা বিচ্ছেদ কালিমায়,
উজ্জ্বল হবে জানি মিলনের চাঁদিমায়,
বন্ধন মাঝে মোর মুক্তির কোলাহল॥
রাত্রি এ নয় কভু, যাত্রী রে কিবা ভয়,
হৃদয়ের তরে তার দিবসের বিভা রয়।
রিক্ত এ তরু-প্রাণে ফাল্গুন ছলোছল।
নিশীথের দুখ স্মৃতি প্রভাতের গীতি হয়,
বেদনার অশ্রু যে বেদনার গাহে জয়,
ঝঞ্ঝার পাশে ওই― কল্যাণ আসে ওই,
হলাহল পাত্র যে সুধারসে টলোমলে॥