শেষ হলো তোর অভিযান
হীরা ফলে সোনার গাছে, হরিৎ সাগর ভুলায় প্রাণ॥
আজ দেবতার আশিস ধারা রৌদ্র হয়ে দিল সাড়া,
আপন হতে বাহির হয়ে বাহিরকে তুই ঘরে আন।
দিগন্তে ঐ আকাশ নামে মাটির পায়ের পরশ নিতে,
বাতাস আনে চন্দন-বাস শ্রান্ত হৃদয় ভ’রে দিতে।
কত আশা কত ব্যথা ধানের শীষে ফুটল হেথা,
ধূলায় গড়িস ইন্দ্রপুরী তোরাই যে আজ ভগবান॥