শিরোনাম: ঝর ঝর ধারা বিরহ-বরিষা
বিষয়: 
	অজয় ভট্টাচার্য-এর গান  
গান সংখ্যা: গান-৩৪
শিল্পী: আরতি দাশ
সুরকার: 
হিমাংশু দত্ত
রেকর্ড প্রকাশ: ১৯৪০
	
		
			ঝর ঝর ধারা বিরহ-বরিষা
			নহে নভতলে নয়ানে গো
			চামেলির কলি ঝরেনি কাননে
			ঝরে গেল মোর পরানে গো।
			দূরে শাখে শাখে ঘুমায় পবন,
			হিয়া মাঝে তবু শুনি গরজন,
			বাহির হইতে যে গেল মুছিয়া
			কেন সে আসিল ধেয়ানে গো |
			নিশীথ রজনী ক্লান্ত ধরণী
			নীরবে ধ্বনিত গীতি যেন |
			কপোত-কাঁদন গিয়াছে তো থামি
			হৃদয়ে কাঁদন শুনি কেন ?
			কত আষাঢ়ের কত সে বেদনা
			জড়ায়ে রয়েছে গোপন চেতনা,
			সব খেলা ভাঙা সব মেলা ভাঙা
			চির-অবসান কে আনে গো ?॥