শিরোনাম: স্বপন দেখি প্রবাল দ্বীপে
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৩৮
শিল্পী: কে. এল. সায়গল
সুরকার: রাইচাঁদ বড়াল
রেকর্ড প্রকাশ: ১৯৩৬

স্বপন দেখি প্রবাল দ্বীপে
তুলব আমি বাড়ি,
সাগর থেকে ঝিনুক এনে তিন মহলা বাড়ি
গাঁথব সোপান তারি—
আমার তিন মহলা বাড়ি

শিশুর মত ছোট যেবা আকাশ-পারের
মহলটি তার
সবার চাইতে যে হয় বড় ভাণ্ডারী সে
মনি-কোঠার,
সকল জনার বইব বোঝা নীচের মহল রইল আমার

রামধনু সে উঠবে যখন আনব তারে কাড়ি
আমার তিন মহলা বাড়ি