ভুলে চল পথের ব্যথা রে সন্ধানী পথিক আমার সরু পথ বেয়ে এলি ভয় কেন রে পথের কাঁটায় ? ভালে তোর বিজয় টীকা হয়েছে রক্তে লিখা নয়নে জ্বালিয়ে শিখা ঘুচিয়ে দিবি গভীর আঁধার। ওরে ও গৃহছাড়া ওরে ও আপন হারা পথে তুই নামলি যদি বৃথাই ঘরে ফিরবি এবার॥