ওগো বাদল রাতি যদি ঘুমায়ে পড়ি দিও স্বপন তব মম নয়ন ভরি। যদি অশ্রুমম ঝরে বাদলসম সে যে ঝরিবে প্রিয় শুধু তোমারে স্মরি। ছিল ব্যাকুল নভে মৃদু চাঁদের আলো সে যে বোঝেনি কথা মোরে বাসেনি ভালো। ওগো বরষা-রাতি ওগো ধ্যানের সাথী, রেখো আমারে আজি তব হিয়াতে ধরি॥