শিরোনাম: বুঝি কথাটি মম বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান গান সংখ্যা: গান-৪৪ শিল্পী: রবীন্দ্রমোহন বসু সুরকার: রবীন্দ্রমোহন বসু রেকর্ড প্রকাশ: ১৯৩৭
বুঝি কথাটি মম
জানে রাতের তারা।
আজি আমার গানে
সে যে দিল সাড়া।
কোন্ সুরের বাঁশি
তার আলোকরাশি
আজি মিলন সুখে
হলো আপন হারা।
আমি ভুলিয়া গেনু
হেথা বাণী মম
সে যে ভুলিল নভে
যেন উদাসী সম
কি বা স্বপন পথে
কোনও অজানা স্রোতে
দোঁহে ভাসিয়া চলি
মোরা পাগল-পারা॥