বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১১
শিরোনাম: কী আর চাহিব বলো, হে মোর প্রিয়


কী আর চাহিব বলো, হে মোর প্রিয়,
তুমি যে শিব তাআ বুঝিতে দিয়ো।
বলিব না রেখো সুখে, চাহ যদি রেখো দুখে,
তুমি যাহা ভালো বোঝ তাই করিয়ো।
শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো।
যে পথে চালাবে নিজে, চলিব, চাব না পিছে;
আমার ভাবনা প্রিয়, তুমি ভাবিয়ো।
শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো।
দেখো সকলে আনিল মালা-ভকতি-চন্দন-থালা,
আমার যে শূন্য ডালা, তুমি ভরিয়ো।
আর তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো।**


**”জান দিলীপ*, এ গানটি আমি বেঁধেছিলাম আমার জীবনের এক দারুণ দুঃখের সমব-যখন মনে হয়েছিল...যাক সে কথা।”
*শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপকুমার রায়
(১৯২৪ সালের মে মাসে ভাগ্নি বুলবুলের মৃত্যুতে রচিত)