বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১১৪
শিরোনাম: বঁধু, ধরো ধরো মালা, পরো গলে
বঁধু, ধরো ধরো মালা, পরো গলে,
ফিরে দিয়ো না বনকুসুম ব’লে।
কাঁটার ঘায়ে রাঙা হাতে
ফুল তুলেছি আঁধারে দুঃখ-রাতে;
তাহে গেঁথেছি বিজনে আঁখিজলে।
প্রেমের কূলে ছিনু একা,
আজি তোমারে একেলা পেনু দেখা;
ঘর ভুলিনু তব বেণুর বোলে।
যদি না মালা শোভে গলে,
তারে দিয়ো ঠাঁই তব পদতলে;
তোমায় ধরিব হৃদয়-শতদলে।*
*শৈশবে ‘শকুন্তলা’ নাটকে দুষ্মন্তের ভূমিকায় পানিমামার কণ্ঠে গানটি দিয়েছিলেন নিজের
সুরে।