বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১১৬
শিরোনাম: তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে


তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে,
        নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিকি ঝিনিকি ঝিনিনি
প্রেম-অধীরা কণ্ঠ-মদিরা
পরান-পাত্রে এ মধু রাত্রে ঢালো গো!
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ রাগিণী, ওগো নব-অনুরাগিণী!
মম শোণিত-স্রোতে বহিবে গান,
লহরে লহরে উঠিবে তান,
শিহরি উঠিবে অবশ প্রাণ,
রিনি রিনি রিনি রিনিনি!
শুনি তবে পদ-গুঞ্জন, জগত-শ্রবণরঞ্জন,
আপন হরষে, আপন পরশে
তব চরণ-মন্ত্র পরানযন্ত্রে বাজিবে।
সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে
রিনিকি রিনিকি রিনি রিনি!
ওগো, পরান-বিলাসিনী

ক. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
১. শতগান,  ১১ সংখ্যক গান, খাম্বাজ-একতাল (১৩০৭ বঙ্গাব্দ)সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ (১৪১৮)। পৃষ্ঠা: ৩৮-৪০।

সুরকার: অতুলপ্রসাদ সেন।

স্বরলিপিকার: সরলাদেবী

খ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: খাম্বাজ। তাল: একতাল: [
শতগান,  ১১ সংখ্যক গান, খাম্বাজ-একতাল (১৩০৭ বঙ্গাব্দ)সুবর্ণ সংস্করণ (১৪১৮)]
গ্রহস্বর: পা।