বিষয়: অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা:
১৩২
শিরোনাম: তাই ভালো দেবী, স্বপনেই তুমি এসো


তাই ভালো দেবী, স্বপনেই তুমি এসো।
যদি না বসিবে জীবন-আসনে, পরান-আসনে বোসো।
জটিল পঙ্কিল জগতের পথে
কেমনে আসিবে নন্দন-রথে?
স্বরগ হইতে স্বপনের পথে অলখিতে তুমি এসো।
যে দু-দিন তুমি ছিলে দেহপুরে,
নিকটে থেকেই ছিলে বহু দূরে।
আজি দু’জনার কত ব্যবধান তবু দূর নাহি লেশ।
মরতের গেহ, মরতের স্নেহ
চঞ্চল অতি, অতি পরিমেয়।
যে ভালোবাসা বাসে নাই কেহ, সেই ভালোবাসা বেসো।
ভবের বন্ধনে পড়িলে না বাঁধা,
তাই না জানিলে বৃথা হাসা কাঁদা।
স্বপনবাসিনী ওগো সুহাসিনী, ওই হাসি তুমি হেসো।