বিষয়:
অতুলপ্রসাদ সেনের গান।
গান সংখ্যা: ১৩৩
শিরোনাম: রাতারাতি করল কে রে ভরা বাগান ফাঁকা
রাতারাতি করল কে রে ভরা বাগান ফাঁকা?
রাঙা পায়ের চিহ্ণ শুধু আঙিনাতে আঁকা;
তোলা ফুলেরখালি বোঁটায় ছোঁয়ার গন্ধ মাখা।
ভেবেছিলাম ভোরে উঠে ভরব ফুলডালা,
কারও পায়ে দিব অর্ঘ্য, কারও গলায় মালা।
কোথা হতে এল রে চোর সকল চোরের আলা!
ছেঁড়া পাপড়ি ধরে ধরে গেলাম বহু দূরে,
পথের মাঝে পথ হারিয়ে ঘরে এলাম ঘুরে।
কে জানে রে সে অজানা কোন্ অজানা পুরে?
দেখেছ কি সে চোরারে, শুধাই সবারে।
কেউ বা বলে খোঁজো তারে বনের মাঝারে;
কেউ-বা বলে পাবে তারে নদীর ও-পারে।
চাইত যদি দোরে এসে আমার কুসুমগুলি,
উজাড় করে দিতাম তারে আপন হাতে তুলি।
পারত কি চলে যতেত-আমায় যেতে ভুলি?